রাঁচি, ২২ ডিসেম্বর : ঝাড়খণ্ডে বিস্ফোরণে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা। বৃহস্পতিবার রাতে গোইলকেরা থানা এলাকায় মনোহরপুর এবং গোয়েলকেরার মাঝে রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। এর ফলে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছেন চাইবাসার পুলিশ সুপার। রেল সূত্রের খবর, হাওড়া-মুম্বই মুখ্য রেলপথের গোইলকেরা পোসাইতা সেকশনের অধীনে রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে।
প্রসঙ্গত, ২২ ডিসেম্বর ভারতে বনধের ডাক দিয়েছে নকশালরা, তবে বনধ শুরু হওয়ার আগেই নকশালরা গোইলকেরা পোসাইতা সেকশনের অধীনে কারো ব্রিজের কাছে ৩৫৬/২৯এ নম্বর খুঁটির সমীপে তৃতীয় রেল সেকশনের রেললাইন উড়িয়ে দেয়। রেললাইন বিস্ফোরণের ফলে চক্রধরপুর বিভাগে রেলের চাকা থমকে গিয়েছে। এ পথ দিয়ে চলাচলকারী সমস্ত ট্রেন বিভিন্ন স্থানে থেমে গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তবে বাকি দুটি ট্র্যাক ঠিক আছে।