রাঁচি, ১২ ডিসেম্বর : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মঙ্গলবার দুমকার উদ্দেশ্যে রওনা দেওয়ায় সর্বত্র তাঁর ইডি সমন এড়ানোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। সোরেন মঙ্গলবার সরকারের আউটরিচ কর্মসূচিতে অংশ নিতে ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় রাজধানী দুমকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুমকা যাত্রার সঙ্গে সঙ্গে হেমন্ত সোরেনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সমন এড়িয়ে চলার গুঞ্জন শুরু হয়ে গিয়েছে চারিদিকে।
সরকারি সূত্র জানিয়েছে, জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি সোরেনকে পাঠায় । ৪৮ বছর বয়সী সোরেনকে এদিন সকাল ১১টায় হিনু এলাকায় ফেডারেল এজেন্সির আঞ্চলিক অফিসে জবানবন্দি দিতে বলা হয়েছিল। সেইসঙ্গে অর্থ পাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে তাঁর বিবৃতি রেকর্ড করতে বলা হয়েছিল। এটি ছিল সোরেনের জন্য জারি করা ষষ্ঠ ইডি সমন। কিন্তু সোরেন কোনও জবানবন্দি দেননি বরং পরিবর্তে সুপ্রিমকোর্টে এবং পরে ঝাড়খণ্ড হাইকোর্টে ইডির পদক্ষেপ থেকে সুরক্ষা চেয়ে সমনগুলিকে "অবাঞ্ছিত" বলে অভিহিত করে পিটিশন দাখিল করেন। উভয় আদালতই তাঁর আবেদন খারিজ করে দিয়েছে।
একজন আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দুমকায় একটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তিনি চলতি 'আপকি যোজনা, আপকি সরকার, আপকে দ্বার (আপনার প্রকল্প, আপনার সরকার আপনার দোরগোড়ায়)'-কর্মসূচিতে অংশ নেবেন। এই কর্মসূচি ২৪ নভেম্বর ঝাড়খণ্ড রাজ্যে শুরু হয়।