Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Jharkhand

2 years ago

Income tax raid:রামগড়ে ব্যবসায়ী আরসি রুংটার তিনটি স্থানে আয়কর অভিযান

Income tax raid at three locations of businessman RC Rungta in Ramgarh
Income tax raid at three locations of businessman RC Rungta in Ramgarh

 

রামগড়, ৭ ডিসেম্বর : ঝাড়খন্ডের রামগড়ে ব্যবসায়ী রামচন্দ্র রুংতার তিনটি জায়গায় আয়কর বিভাগের হানা।

বৃহস্পতিবার রামগড় শহরে তাদের অফিস ছাড়াও আরগাধার ঝাড়খণ্ড ইস্পাতে, বারকাকানা ওপি এলাকায় মা ছিন্নমাস্তিকা স্পঞ্জ এবং আয়রন প্ল্যান্ট এবং কুজু ওপি এলাকায় অলোক স্টিল-এ অভিযান চালানো হয়েছে। পাটনার তথ্যপ্রযুক্তি বিভাগের দল এই অভিযানে চালাচ্ছে। তবে এখন পর্যন্ত আয়কর আধিকারিক এবং প্ল্যান্ট ম্যানেজারদের কাছ থেকে কোনও বিবৃতি আসেনি।


You might also like!