রাঁচি, ১৬ জানুয়ারি : জমি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র জেরার মুখোমুখি হতে রাজি হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অষ্টম সমনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ২০ জানুয়ারি জেরা করতে হবে, আর্জি জানিয়ে তদন্তকারী সংস্থাকে একটি চিঠি দিয়েছেন হেমন্ত সোরেন। তবে তাঁর সরকারি বাসভবনেই জেরা করতে হবে ইডি-কে, সেই শর্তও দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
সূত্র মারফত জানা গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র জেরার মুখোমুখি হতে রাজি হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অষ্টম সমনের প্রেক্ষিতে তিনি ইডি-কে একটি চিঠি লিখেছেন, জানিয়েছেন ২০ জানুয়ারি তাঁর সরকারি বাসভবনেই জেরা করতে হবে ইডি-কে।