রাঁচি, ৫ ফেব্রুয়ারি : আস্থাভোটে জয়লাভ করল মুখ্যমন্ত্রী চম্পই সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার। চম্পই সোরেন সরকারের পক্ষে ভোট দিয়েছেন ৪৭ জন বিধায়ক, বিপক্ষে ভোট দিয়েছেন ২৯ জন বিধায়ক। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসনের সংখ্যা ৮১। সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা হল ৪১। ৪৭ জন বিধায়কের সমর্থন পেয়ে সহজেই আস্থাভোটে জয়লাভ করেছেন চম্পই সোরেন। সোমবার সকালে ঝাড়খণ্ডের বিধানসভায় আস্থা ভোটের প্রক্রিয়া শুরু হয়। আস্থা ভোটের আগে বিধানসভায় প্রথমে ভাষণ দেন রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ। তার পর চম্পই সোরেন নিজের বক্তব্য জানান। হেমন্তও ভাষণ দেন বিধানসভায়। জমি জালিয়াতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন হেমন্ত, বর্তমানে রয়েছেন ইডি হেফাজতে। আস্থা ভোটে অংশ নেওয়ার জন্য তিনি রাঁচির বিশেষ আদালতে আবেদন জানিয়েছিলেন। আদালত তাঁর আবেদনে সাড়া দেয়। আস্থা ভোটে অংশ নেওয়ার অনুমতি পেয়ে সোমবার সকালে ঝাড়খণ্ড বিধানসভায় পৌঁছে যান হেমন্ত। পরে আস্থাভোটে সহজেই জয়লাভ করেছে মুখ্যমন্ত্রী চম্পই সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার।