Jharkhand

1 month ago

Jharkhand:ঝাড়খণ্ডে হেমন্তের বিরুদ্ধে লড়বেন বিজেপির গামলিয়েল হেমব্রম, টুনডি আসনের পদ্ম প্রার্থী বিকাশ

Hemant Soren
Hemant Soren

 

নয়াদিল্লি, ২৯ অক্টোবর : আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি প্রার্থী গামলিয়েল হেমব্রম। ঝাড়খণ্ডের বারহাইট বিধানসভা আসনে গামলিয়েল হেমব্রমকে প্রার্থী করেছে বিজেপি, এই আসনেরই প্রার্থী হলেন হেমন্ত সোরেন।

সোমবার ঝাড়খণ্ডের দু'টি বিধানসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। একটি আসন হল বারহাইট এবং অপরটি টুনডি। বারহাইট বিধানসভা আসনে হেমন্তের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে গামলিয়েল হেমব্রমকে। আর টুনডি বিধানসভা আসনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে বিকাশ মাহাতো-কে।

You might also like!