International

9 months ago

Ahmed Awad bin Mubarak:নতুন প্রধানমন্ত্রী পেল ইয়েমেন, দেশের শীর্ষ পদে নিযুক্ত আহমেদ আওয়াদ বিন মুবারক

Ahmed Awad bin Mubarak
Ahmed Awad bin Mubarak

 

সানা, ৬ ফেব্রুয়ারি : ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন আহমেদ আওয়াদ বিন মুবারক। তিনি ইয়েমেনের বিদেশমন্ত্রীর পদ সামলাচ্ছিলেন। বর্তমানে হাউতিদের লোহিত সাগরে অভিযানের জেরে মার্কিন এবং ব্রিটেনের কাছে হামলার শিকার হতে হচ্ছে ইয়েমেনকে। মইন আব্দুল মালিক সইদের স্থলভাষিক্ত হয়েছেন তিনি। যদিও কেন তাঁকে পরিবর্তন করা হল, সে বিষয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েমেনের দূত হিসেবে এর আগে নিযুক্ত ছিলেন তিনি। হাউতিদের চরমতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত এই আহমেদ আওয়াদ বিন মুবারক।

২০১৮ সালে ইয়েমেনের পক্ষ থেকে রাষ্ট্রসঙ্ঘে প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন বিন মুবারক। সম্প্রতি হাউতিদের পক্ষ থেকে লোহিত সাগরে হামলা চালানো হয়। গাজায় ইজরায়েলের অত্যাচার বন্ধের দাবিতে লোহিত সাগরে জাহাজগুলিতে অবরোধ করে তারা। ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়। এরই পাল্টা হিসেবে মার্কিন ও ব্রিটিশের পক্ষ থেকে পাল্টা হাউতিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। বেশ কয়েকবার পাল্টা হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটেন জুটি। যে কারণে যুদ্ধের আবহাওয়া ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আরও অন্যান্য অংশগুলিতে।


You might also like!