দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আদানি ঘুষ কাণ্ডে বিরোধী হইচইয়ের কারণে দফায় দফায় মুলতুবি হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বারবার সংসদের উভয়কক্ষ মুলতুবি করে দেওয়ায় অসন্তোষ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা। তাঁর মতে, বারবার সংসদ মুলতুবি করা কখনই জাতীয় স্বার্থে হতে পারে না।কংগ্রেস নেতা রণদীপ আরও বলেছেন, এই বিষয়ে (আদানি ইস্যু) আলোচনার পরিবর্তে সরকারের কাছে কী আছে? 'আদানি' শব্দটিকে সরকার ভয় পায় কেন? মণিপুরে হিংসা ও সম্ভলের ঘটনা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। সংসদে আলোচনা হওয়া খুবই গুরুত্বপূর্ণ।