দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে অংশ নেওয়া পাঁচজন নিহত হয়েছেন। গতকাল রোববার মার্কিন কর্মকর্তারা জানান, সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনীর ইউরোপীয় কমান্ড। বলা হয়েছে, গত শনিবার এ দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ খুঁজে দেখা হচ্ছে।ইউরোপীয় কমান্ড জানিয়েছে, এটা নিছকই একটি দুর্ঘটনা। এতে নাশকতার কোনো কারণ নেই।এ ঘটনায় বিবৃতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বিবৃতিতে তিনি একে ‘প্রশিক্ষণকালীন দুর্ঘটনা’ হিসেবে চিহ্নিত করেছেন।
সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহতের ঘটনায় গতকাল বিবৃতি দিয়ে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে পূর্ব ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী ফোর্ড ও আইজেনহাওয়ার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।