International

1 month ago

America: তওবা তওবা গানে ঝড় উঠল মাকিন মুলুকে! দিপাবলিতে কিভাবে মাতলেন সকলে?

America
America

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  একেই বলে সংস্কৃতির আন্তর্জাতিকতা! সংস্কৃতি কখনো দেশ ও কালের সীমানায় আবদ্ধ থাকে না। এবার আবার তাই প্রমাণ করলেন দিল্লিতে আমেরিকান দূতাবাসের মার্কিন রাষ্ট্রদূত গারসেটির। ঘটনা হলো এই মুহূর্তে ভারতের সর্বত্র মানুষ মেতে উঠেছে দীপাবলি উৎসব নিয়ে। সেই উৎসবেই অংশ নিয়েছেন দিল্লির মার্কিন দূতাবাসও। কর্মচারীদের সঙ্গে দিওয়ালি পালনে মেতে ওঠেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তবে অনুষ্ঠান হাজির সকলকে চমকে দিয়ে নাচের মঞ্চ মাতিয়ে তোলেন মার্কিন রাষ্ট্রদূত।

প্রসঙ্গত এই বছর প্রকাশ পায় ভিকি কৌশল-তৃপ্তি দিমরি অভিনীত ব্যাড নিউজ। সেই ছবির গান তওবা তওবা ঝড় তুলেছিল দেশজুড়ে। গানের তালে ভিকির দারুণ নাচও তুমুল জনপ্রিয় হয়। এবার সেই গানের তালেই পা দোলালেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ৫৩ বছর বয়সি গারসেটির নাচ দেখে মুগ্ধ সকলেই। এমন সুন্দর নাচ দেখে সকলেই মুগ্ধ। সকলেই বলছেন এভাবেই ভারতীয় সংস্কৃতি ছড়িয়ে পড়ুক বিশ্বময়। একেবারে বলিউডি মেজাজে নাচে মেতে ওঠেন তিনি। তবে এই প্রথমবার নয়। গত বছর দীপাবলির অনুষ্ঠানেও বলিউডি গানে নেচেছিলেন গারসেটি। সেবার ছঁইয়া ছঁইয়া গানে পা মেলান তিনি। আসল কথা তিনি ভালোবাসেন ভারতীয় সংস্কৃতিকে।

You might also like!