International

9 months ago

Sweden will join NATO: শিগগিরই ন্যাটোতে যোগ দেবে সুইডেন : জো বাইডেন

Joe Biden  USA President (File Picture )
Joe Biden USA President (File Picture )

 

ওয়াশিংটন, ২ জুন  : শিগগিরই ন্যাটোতে যোগ দেবে সুইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন বিমান বাহিনীর এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বাইডেন জানান, যদিও এ বিষয়ে তুরস্ক ও হাঙ্গেরি এখনও বিরোধিতা করছে। এসময় তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যেও ন্যাটোর ঐক্যের প্রশংসা করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, কয়েক দশকের তুলনায় ন্যাটো আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ। নতুন মিত্র ফিনল্যান্ডের কারণে এটি এখন আরও শক্তিশালী। তাছাড়া খুব দ্রুতই সুইডেনও জোটে যোগ দেবে। এটি আমি অঙ্গীকার করে বলতে পারি।

কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ন্যাটোর সদস্য পদের ক্ষেত্রে সুইডেনের প্রস্তাব অনুমোদনের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান। ব্লিঙ্কেন বলেন, আমেরিকার দিক থেকে সুইডেনকে ন্যাটোর সদস্য করার এখনই উপযুক্ত সময়।

You might also like!