International

1 year ago

Vladimir Putin : রাশিয়া প্রথমে কখন পরমাণু হামলা চালাবে না : পুতিন

Vladimir  Putin
Vladimir Putin

 

মস্কো, ৮ ডিসেম্বর  : পরমাণু হামলার আশঙ্কা বেড়ে যাচ্ছে। তবে রাশিয়া ‘পাগল হয়ে যায়নি’ ও প্রথমে কখনও পরমাণু হামলা চালাবে না। বুধবার রাশিয়ার বার্ষিক মানবাধিকার কাউন্সিলের বৈঠকে একথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।

মানবাধিকার কাউন্সিলের বৈঠকে তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করবে। যদিও পশ্চিমারা বিশ্বাস করেন, পুতিন দ্রুত বিজয়ের পরিকল্পনা করেছিলেন। মস্কো থেকে ভিডিও লিংকের মাধ্যমে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে পুতিন বলেন, এ ধরনের হুমকি বাড়ছে। এটি লুকিয়ে রাখা ভুল হবে।

তবে তিনি জোর দিয়েছেন যে রাশিয়া কোনও অবস্থাতেই প্রথমে অস্ত্র ব্যবহার করবে না। দেশটির পারমাণবিক অস্ত্রাগার নিয়ে কাউকে হুমকিও দেওয়া হবে না। পুতিন বলেন, আমরা পাগল হয়ে যাইনি। পারমাণবিক অস্ত্র সম্পর্কে আমরা সচেতন আছি। পারমাণবিক অস্ত্রের দিক থেকে রাশিয়া অনেক এগিয়ে আছে জানিয়ে তিনি বলেন, রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত পারমাণবিক অস্ত্র রয়েছে। 


You might also like!