নয়াদিল্লি ও ওয়াশিংটন ডিসি, ১৩ ফেব্রুয়ারি : হোয়াইট হাউসে প্রেসিডেন্টের চেয়ারে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর প্রথমবার আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনে পৌঁছন তিনি। মোদীর পৌঁছনোর আগেই সেখানে ভিড় জমিয়েছিলেন মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়রা। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান তাঁরা। মার্কিন মুলুকে তাঁকে ঘিরে ভারতীয়দের উচ্ছ্বাসের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোদী লিখেছেন, ‘প্রবল শীতে উষ্ণ অভ্যর্থনা।’