International

1 year ago

Pakistan : বড়সড় বিদ্যুৎ বিভ্রাট পাকিস্তানে; ইসলামাবাদ, লাহোর ও করাচির বিভিন্ন অংশ দীর্ঘ সময় বিদ্যুৎহীন

Major power outrage in pakistan
Major power outrage in pakistan

 

ইসলামাবাদ, ২৩ জানুয়ারি : বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল পাকিস্তানে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উল্লেখযোগ্য স্থান দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎহীন অবস্থায় থাকল। একই পরিস্থিতিতে পাকিস্তানের লাহোর ও করাচি শহরেও। সোমবার সকালে পাকিস্তানের জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার পর দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রক টুইট করে জানিয়েছে, "প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জাতীয় গ্রিডের সিস্টেম ফ্রিকোয়েন্সি সোমবার সকাল ৭.৩৪ মিনিটে কমে যায়, যার ফলে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক করার কাজ দ্রুত গতিতে চলছে।"

বিদ্যুৎমন্ত্রী খুররম দস্তগীর বলেছেন, জ্বালানি খরচ বাঁচাতে অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে শীতকালে রাতে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ যখন সিস্টেমগুলি একে একে চালু করা হয়েছিল, তখন দেশের দক্ষিণাঞ্চলে জামশোর এবং দাদুতে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের খবর পাওয়া গিয়েছে। ভোল্টেজের ওঠানামা ছিল এবং সিস্টেমগুলি একে একে বন্ধ হয়ে যায়। এটি একটি বড় সংকট নয়।”

You might also like!