দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোট গণনা সম্পূর্ণ না হলেও ইতিমধ্যে এরদোগানোর জয় ঘোষণা করা হয়ে গেছে। তুরস্কে দ্বিতীয় দফার (রান-অফ) ভোটে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান।
৯৯.৪৩ শতাংশ ভোট গণনা শেষে এরদোগান ৫২.১৬ শতাংশ ভোট পাওয়ায় এক সংবাদ সম্মেলনে তাকে বিজয়ী ঘোষণা করেছেন তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের চেয়ারম্যান আহমেত ইয়েনার। খবর আনাদোলুর। তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭.৮৪ শতাংশ ভোট। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ভোটারের উপস্থিতি ছিল ৮৫.২৪ শতাংশ। তুরস্কের জনগণের প্রতি এরদোগান কৃতজ্ঞতা জানিয়েছেন।তুরস্কে সাধারণত ভোটে কখনো গন্ডগোল হয় না।
সুপ্রিম ইলেকশন বোর্ডের (ওয়াইএসকে) চেয়ারম্যান আহমেত ইয়েনার এক বিবৃতিতে বলেছেন, ভোটে কোনোরকম অনিয়ম কিংবা জালিয়াতি হয়নি। যার কারণে নির্বাচন প্রক্রিয়া কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি। স্থানীয় সময় রোববার সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়েছে। বিজয়ের আনন্দে এরদোগানের সমর্থকরা তার ইস্তানবুলের বাসভবনে জড়ো হয়ে 'আল্লাহু আকবর' স্লোগান দিচ্ছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এরদোগানকে অভিনন্দন জানানো হচ্ছে।