International

1 year ago

Elon Musk : ব্লু টিকের সুবিধা নিতে ভুয়ো অ্যাকাউন্টের ছড়াছড়ি, কী সিদ্ধান্ত নিলেন মাস্ক?

Elon musk holding off blue tick
Elon musk holding off blue tick

 

ক্যালিফোর্নিয়া, ২২ নভেম্বর : সম্প্রতি টুইটার অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ব্লু টিক পাওয়ার জন্য মাসিক সাবস্প্রিবশন নিয়ম চালু করেছিল টুইটার। নতুন মালিক ইলন মাস্ক টুইট করে জানিয়েছিলেন, ব্লু টিকের যে পদ্ধতি মানা হচ্ছে তা ঠিক, বরং সবার হাতে আরও ক্ষমতা দেওয়া দরকার। তাই প্রতি মাসে ব্লু টিক বাবদ দিতে হবে আট ডলার। যা ভারতীয় মুদ্রা অনুযায়ী, প্রতি মাসে ৬৬২ টাকা।

মাস্ক এও জানিয়েছেন, জায়গা বিশেষে টাকার পরিমাণ বদল হবে। কিন্তু ওই অপশনই আপাতত উধাও হয়েছে টুইটার থেকে। কিন্তু ওই পরিষেবা চালু হতেই প্রচুর ভুয়ো অ্যাকাউন্টে ব্লু টিক নেওয়ার হিড়িক লেগে যায়। টাকা দিয়ে বিভিন্ন নামী সংস্থা, ব্যক্তিত্বদের নামে সাবক্রিপশন দিয়ে একাধিক ভুয়ো ব্লু টিক অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার ঘটনাও সামনে আসে। এরপরই আপাতত স্থগিত থাকবে এই ভেরিফিকেশন বলে জানালেন ইলন মাস্ক।


You might also like!