International

2 weeks ago

Ruchira Kamboz on Panchayeti raj: ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মহিলা নেতৃত্বে অগ্রগতি তুলে ধরে : রুচিরা কাম্বোজ

Ruchira Kamboz on Panchayeti raj (File Picture)
Ruchira Kamboz on Panchayeti raj (File Picture)

 

নিউইয়র্ক, ৪ মে: রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ দেশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের নেতৃত্বদানের ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তার ওপর আলোকপাত করেছেন। তিনি বলেন, গ্রামীণ ব্যবস্থাপনার প্রতীক হিসেবে চিহ্নিত পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করেছে।

ইন্ডিয়াস সিপিডি ফিফটি সেভেনে বক্তব্য রাখতে গিয়ে রুচিরা কম্বোজ সমাজের তৃণমূল স্তরে মহিলাদের ক্ষমতায়নের ওপর এর রূপান্তরমূলক প্রভাব তুলে ধরেন। লিঙ্গসাম্যের বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবিধানিক সংশোধনের মাধ্যমে উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে মহিলাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত হয়েছে।


You might also like!