অটোয়া, ৪ মে: খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যায় ভারতের ভূমিকা নিয়ে বিতর্কের মধ্যেই কানাডা পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতরা সকলেই ভারতীয় নাগরিক এবং প্রায় ৫ বছর ধরে ওই দেশে বসবাস করছে বলে জানা গিয়েছে। করনপ্রীত সিং, কমলপ্রীত সিং এবং করণ ব্রার নামে ওই তিনজনের বিরুদ্ধে হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। কানাডা পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত চলবে।
কানাডা পুলিশ শনিবার হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া তিনজনের ছবি প্রকাশ করেছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) একটি বিবৃতিতে করণপ্রীত সিং, কমলপ্রীত সিং ও করণ ব্রার-এর ছবি প্রকাশ করেছে, সবাই ভারতীয় নাগরিক। তিনজনকে আলবার্টার এডমন্টন শহরে গ্রেফতার করা হয়।