International

1 year ago

China conducting military exercises : হামলার মত করে সামরিক মহড়া চালাচ্ছে চিন, দাবি তাইওয়ানের

China conducting military exercises
China conducting military exercises

 

তাইপে, ৬ আগস্ট : চিন হামলার মত করে সামরিক মহড়া চালাচ্ছে । বলে অভিযোগ করেছে তাইওয়ান। শনিবার এমন হয় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে । মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জেরে বৃহস্পতিবার থেকে সামরিক মহড়া শুরু করে চিন । শনিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, চিনের যুদ্ধ বিমান ও জাহাজ শনাক্ত করা হয়েছে। সেগুলো তাইওয়ান প্রণালীতে সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, আমাদের সামরিক বাহিনী সতর্কবার্তা দিয়েছে। যুদ্ধ বিমান টহল ও নৌযান মোতায়েন করেছে এবং পরিস্থিতির প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছে। তাইওয়ানের দাবি, শুক্রবার তাইওয়ান প্রণালীতে ৬৮টি চিনা যুদ্ধ বিমান প্রবেশ করে। প্রসঙ্গত, চিনা হুমকির মুখে বুধবার তাইওয়ান সফরে যান পেলোসি। সেখানে তিনি দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েনসহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এতেই ক্ষুব্ধ হয়ে চিন সরকার। বৃহস্পতিবার পেলোসির সফরের মাঝেই ২২টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ সীমায় পাঠায় চিন। পাশাপাশি তাইওয়ান প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বেইজিং। আগামী রবিবার পর্যন্ত তাইওয়ানকে ঘিরে বেশ কয়েকটি পয়েন্টে এই মহড়া চালাবে চিন।উল্লেখ্য, ১৯৪৯ সালে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান চিনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।

You might also like!