International

1 week ago

Building fire in Sydney:অস্ট্রেলিয়ার সিডনিতে ভবনে আগুন; ধসে পড়ছে দেয়াল

Building fire in Sydney
Building fire in Sydney

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সাততলা ওই ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ সময় প্রচণ্ড বেগে ছড়িয়ে পড়া আগুনের শিখা ও ঘন ধোঁয়ায় ছেয়ে যায় এলাকাটি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির সেন্ট্রাল স্টেশনের কাছে র‌্যান্ডল স্ট্রিটে সাততলা ওই ভবনটি দাঁড়িয়ে, যার প্রায় সব জানালা ইতোমধ্যে ভেঙে পড়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস এবং রেসকিউ বিভাগ এনএসডব্লিউয়েরর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি সেবা বিভাগে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী। অন্তত ৩০টি যান নিয়ে সেন্ট্রাল রেলস্টেশনের পাশে অবস্থিত ভবনটির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তারা। তবে কিছু সময়ের মাঝেই সাত তলা বিল্ডিংয়ের পুরোটাতেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে দেড় ঘণ্টার মাথায় ধসে পড়তে শুরু করে ভবনের দেয়ালগুলো।

প্রায় ছয় ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, বলেছেন রাজ্য পুলিশের এক মুখপাত্র। তবে কীভাবে আগুন লাগলো, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

টেলিভিশনের ফুটেজে সিডনির কেন্দ্রস্থ রেলস্টেশনের কাছে একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের চেষ্টার দৃশ্য দেখা গেছে। আগুনে ভবনটির কাছাকাছি পার্ক করে রাখা একটি গাড়িও জ্বলতে দেখা গেছে।

ঝুঁকি এড়াতে আশপাশের আবাসিক ভবনগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের। ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আগুন লাগার কারণ এবং দুর্ঘটনাকালে ভবনটিতে কেউ আটকে ছিল কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি প্রশাসন।

You might also like!