International

1 month ago

Bangladesh:'বয়কট ইন্ডিয়া স্লোগানে বাংলাদেশে পাকিস্তানি রাজনীতি চালুর চেষ্টা চলছে'

Rashed Khan Menon
Rashed Khan Menon

 

ঢাকা  : আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, এমনটাই বললেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন । তিনি আরও বলেন , কিন্তু এখনও তাঁরা এবং তাঁদের সংগঠন রাজনীতি করে চলেছে। সম্প্রতি তারা নতুন করে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। বয়কট ইন্ডিয়া স্লোগান তুলেছে। এই স্লোগান দিয়ে তাঁরা কার্যত পাকিস্তানি আমলের রাজনীতিকেই বাংলাদেশে চালুর চেষ্টা করছে। সোমবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘২৫ মার্চ গণহত্যা দিবস-বাংলাদেশ গণহত্যা’৭১ আন্তর্জাতিক স্বীকৃতি চাই’ শীর্ষক এক মানববন্ধনে তিনি একথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ১৯৭১ সালের ‘গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উদ্যোগ গ্রহণ করার কথা রাষ্ট্রের। কিন্তু আমরা দেখেছি, বিএনপির শাসনামলে আমাদের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।’

তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে ২০০৮ সালের নির্বাচনের পর দীর্ঘ সময় পার হয়ে গেছে, কিন্তু গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে রাষ্ট্রগতভাবে খুব একটা ব্যবস্থা নিতে পারিনি। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি গুরুত্বপূর্ণ। পৃথিবীর দেশে দেশে যে গণহত্যা সংঘটিত হচ্ছে সোমবার ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে অথবা এর আগে যেখানে গণহত্যা হয়েছিল সেগুলোর বিচারের জন্য এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ।’ ৭১ সালের যুদ্ধাপরাধীরা বাংলাদেশে রাজনীতি করছে উল্লেখ করে মেনন বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

You might also like!