দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডে এবার বার্ড -ফ্লুর হানা। স্প্যানিশ সরকার নিশ্চিত করেছে মৃত স্কুয়াস জাতীয় পাখির শরীরে এই জীবাণুর সন্ধান মিলেছে। যেহেতু এই প্রথম সেখানে এই জীবাণুর খোঁজ মিলল। তাই পরিবেশগত বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত বিজ্ঞানীরা।
এক বিবৃতিতে স্পেনের বিজ্ঞান মন্ত্রণালয় স্পষ্ট করেছেন মৃত স্কুয়াসের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, পাখিগুলি H5 সাব-টাইপ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা দ্বারা সংক্রমিত হয়েছিল। এর মধ্যে একজনের শরীর থেকে পাওয়া গেছে প্যাথোজেনিক ভাইরাস। H5N1 ক্লেড-এর বিশ্বব্যাপী বিস্তার। অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডে বার্ড ফ্লুর সন্ধান পাওয়া যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের বিজ্ঞানীরা।
এই জীবাণুর সংক্রমণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। স্প্যানিশ বিজ্ঞানীরা মনে করছেন অ্যান্টার্কটিকার বন্যপ্রাণীদের মধ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ওই অঞ্চলে বর্তমানে ৪৮ প্রজাতির পাখির বসবাস। এছাড়াও রয়েছে ২৬ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী।
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে অ্যান্টার্কটিকার দক্ষিণ জর্জিয়া দ্বীপে একটি কিং পেঙ্গুইন মারা যায়। বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যায় বলে সন্দেহ করা হয়েছিল। অত্যন্ত সংক্রামক H5N1 ভাইরাস দ্বারা পেঙ্গুইটির মৃত্যু হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছিলেন বিজ্ঞানীরা। সেই সঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়লে, পরিবেশগত বিপর্যয় হতে পারে পারে বলেও সতর্ক করে দিয়েছিলেন তাঁরা।