ঢাকা, ৬ জানুয়ারি : বাংলাদেশে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে অন্তত ৪ জন যাত্রীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কমলাপুর স্টেশনের কাছে। ট্রেনটিতে আগুন লাগার ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী ভাবে এই আগুন লেগেছিল, তা যদিও গভীর রাত পর্যন্ত জানা যায়নি। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকা যাচ্ছিল। কমলাপুরে পৌঁছনোর আগে রাত ৯টা নাগাদ ট্রেনটিতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৪ জন যাত্রীর। দমকলের চেষ্টায় গভীর রাতে আগুন আয়ত্তে আসে।
ট্রেনে আগুন লাগার ঘটনাকে নাশকতা বলছে পুলিশ। আগুনে ট্রেনের ৫ বগি পুড়ে গিয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ রেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। এদিকে, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে অগ্নিকাণ্ডের পরে বেনাপোল এক্সপ্রেস-সহ বিভিন্ন রুটের ৮টি ট্রেন আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।