International

1 year ago

Pakistan : প্রাক্তন আইএসআই প্রধান এ বার পাক সেনার দায়িত্বে, দায়িত্বভার গ্রহণ করলেন আসিম মুনির

Aseem Muneer takes charge as pak army chief
Aseem Muneer takes charge as pak army chief

 

ইসলামাবাদ, ২৯ নভেম্বর  : পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। বিদায়ী সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত মুনির এর আগে পাক সেনার কোয়ার্টার মাস্টার জেনারেল পদে ছিলেন। ২০১৮-র অক্টোবর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ডিজি পদে ছিলেন তিনি। সেই সময়ই আইএসআই পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির ওই গাড়িবোমা হামলায় নিহত হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান।

মঙ্গলবার পাকিস্তানের নয়া সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মুনির। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শাহবাজের দাদা নওয়াজ প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১৬ সালের নভেম্বরে পাক সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন বাজওয়া। এদিন জেনারেল হেডকোয়ার্টারে (জিএইচকিউ) একটি চিত্তাকর্ষক অনুষ্ঠানে পাকিস্তানের ১৭ তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুনির। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজের সংক্ষিপ্ত ভাষণে জেনারেল বাজওয়া বলেন: “আমি খুশি যে আমি সেনাবাহিনীর কমান্ড নিরাপদ হাতে ছেড়ে দিচ্ছি।” পরে বাজওয়া জেনারেল মুনিরের হাতে ব্যাটন অব কমান্ড হস্তান্তর করেন।

You might also like!