টোকিও, ৫ অক্টোবর : শনিবার রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। দেশের পূর্ব উপকূলে শনিবার প্রবল কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হনসু অঞ্চলের উপকূলবর্তী এলাকা, যেটি রাজধানী টোকিওর উত্তর-পূর্ব দিকে প্রায় ২৫৮ কিলোমিটার দূরে অবস্থিত। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ৫০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে উপকূলবর্তী অঞ্চলের বিভিন্ন স্থানে ভবনগুলিতে ফাটল দেখা দিয়েছে, কিছু বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলবর্তী এলাকাগুলো খালি করা হয়েছে।