West Bengal

6 months ago

CPIM- ISF: ১৪ খানা আসন চাইলেন নওসাদরা! কি বলছে সিপিএম?

Biman Basu & Nawsad Siddiqui (File Picture)
Biman Basu & Nawsad Siddiqui (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বিজেপি আগেই ২০টি আসনে তাঁদের বিজেপি প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তৃণমূল এরপর রবিবার ৪২ আসনে তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। তবে এখনও সিপিএম ও আইএসএফের প্রার্থী তালিকা ঘোষণা বাকি রয়েছে। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, আসন নিয়ে বৈঠকে বসেছে সিপিএম। তবে এই নিয়ে কোনো রকম কোনো রফা হয়নি বলেই খবর মিলেছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও আইএসএফ-এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি এই বৈঠকে উপস্থিত ছিলেন। 

বাম সূত্র মারফত জানা গিয়েছে, প্রথম আলোচনাতেই আইএসএফের দাবি ১৪টি আসন। যার মধ্যে রয়েছে বারাসত, বসিরহাট, উলুবেড়িয়া, জয়নগর সহ একাধিক লোকসভা কেন্দ্র। মূলত সংখ্যালঘু অধ্যুসিত এবং পঞ্চায়েত ভোটে যে সকল এলাকায় আইএসএফ ভাল ফল করেছে সেই সকল কেন্দ্রগুলিতে আসন দিতে চেয়েছিল আইএসএফ। তবে সূত্রের খবর, সিপিএম-এর দাবি এত গুলো আসন ছেড়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কারণ ওই ১৪ টি আসনের মধ্যে বেশিরভাগ আসন বাম শরিকদের হাতে। ফলে তাদের সঙ্গে কথা বলে কতটা কী করা যাবে তা নিয়ে কার্যত সন্দিহান বাম শিবির।

উল্লেখ্য, লোকসভা ভোটের আসন রফা নিয়ে দু’দিন আগে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম-এর সঙ্গে আলোচনা করে আইএসএফ। সেখানেই আইএসএফকে তাদের আসন চাহিদা কমাতে অনুরোধ করে বাম নেতৃত্ব বলে সূত্রের খবর। তবে আলোচনা পর্ব এখনও শেষ হয়নি।

You might also like!