West Bengal

6 months ago

Lok Sabha Election 2024: আজ থেকে রাজ্যে ভোটদান প্রক্রিয়া! কোন কেন্দ্রে চলছে জনমত গ্রহণ?

Voting process in the state from today!
Voting process in the state from today!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ থেকেই ভোট প্রক্রিয়া শুরু রাজ্যে। নির্বাচন কমিশন আগামী ১৯ এপ্রিল থেকে রাজ্যে প্রথম দফায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিল। তবে ভোট দান প্রক্রিয়া শুরু হল আজ শুক্রবার থেকেই। ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যের তিনটি কেন্দ্রে। ঠিক কী বিষয়টি, আসুন জেনে নেওয়া যাক।

সমগ্র দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে আগামী ১৯ এপ্রিল থেকেই। এরপর ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন রাজ্যের ৪২টি কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া চলবে। সেরকমই নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যে জেলায় জেলায় প্রার্থীরা নিজেদের কেন্দ্রের প্রচার শুরু করে দিয়েছেন। যদিও, বেশ কিছু কেন্দ্রে এখনও অনেক রাজনৈতিক দলের প্রার্থী দেওয়া বাকি রয়েছে।

তবে, আজ শুক্রবার থেকেই রাজ্যের তিন কেন্দ্র শুরু হল ভোট প্রক্রিয়া। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রের জন্য এই ভোটদান প্রক্রিয়া শুরু করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে ভোটের পনেরো দিন আগেই বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রক্রিয়ার বিষয়টি শুরু হয়ে যায়। সেইমতো প্রথম দফার ভোটের এই তিন কেন্দ্রে ভোট দান শুরু হল।

মূলত, অশীতিপর বয়স্ক ব্যক্তিদের ভোটগ্রহণ করা হবে এই প্রক্রিয়ার মাধ্যমে। যাঁদের ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান সম্ভব নয়, তাঁদের বাড়ি গিয়ে নির্বাচন কর্মীরা ভোট গ্রহণ করবেন। মূলত, ৮৫ বছর বা তাঁর বেশি বয়স্ক ব্যক্তিরা বাড়ি থেকে ভোট দেওয়ার এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ভোট কর্মীরা ভোটারের দেওয়া নির্দিষ্ট বাড়ির ঠিকানায় গিয়ে এই ভোটগ্রহণ করতে পারবেন। প্রবীণ ভোটাররা ছাড়াও অন্তত ৪০ শতাংশ বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এই প্রক্রিয়ায় ভোট দিতে পারবেন। সেইমতো ভোটারের বাড়ি গিয়ে কর্মীরা ভোট গ্রহণ করবেন।

আজ সকাল দশটা থেকে শুরু হয়েছে এই ভোটদান প্রক্রিয়া। ওই তিন কেন্দ্রের জন্য আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে। তবে প্রবীণ এবং বিশেষ ভাবে সক্ষম ভোটার ছাড়াও ১৮টি জরুরি কাজের সঙ্গে যুক্ত ভোটাররাও ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা ভোটদান করবেন। দমকল, পুলিশ, রেল কর্মীরা এই পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গিয়েছে।

You might also like!