Festival and celebrations

2 months ago

Durga Puja 2024: বাংলাদেশে নয় রূপে নবদুর্গা, কোন মন্দিরের এই ব্যতিক্রমী ছবি জানেন?

Durga Puja in Bangladesh
Durga Puja in Bangladesh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মহিষাসুর মর্দিনী রূপেই মর্ত্যলোকে সর্বত্র পূজিতা হন মা দুর্গা। তবে বাংলাদেশের ছবিটা অনেকটাই ব্যতিক্রমী। বাংলাদেশের দক্ষিণের জেলা শরীয়তপুরের মশুরা ঘোষপাড়া মন্দিরে দুর্গাপুজো হচ্ছে গত ৫০ বছর ধরে। প্রতিবছরই মন্দিরটিতে ব্যতিক্রমী কিছু আয়োজন ও সাজসজ্জা করা হয়। এ বছর দেবী দুর্গার ৯টি রূপের নবদুর্গা প্রতিমায় পুজো হবে এই মন্দিরে। পূজারিদের কথায়, হিন্দুধর্মের পুরাণমতে, নবদুর্গা বলতে দেবী পার্বতীর ৯টি রূপকে বোঝানো হয়।

শরৎকালে নবরাত্রির ৯ দিনে প্রতিদিন দেবী পার্বতীর এই নবরূপের এক একটির পুজো করা হয়। এ বছর ওই ৯ রূপের প্রতিমা মশুরা ঘোষপাড়া মন্দিরে স্থাপন করা হয়েছে।

জানা গিয়েছে, এই বছর জেলার ১০২টি মন্দিরে নানা সাজসজ্জা ও বিভিন্ন ধরনের প্রতিমা প্রস্তুত করার মধ্য দিয়ে দুর্গাপুজো উদযাপনের প্রস্তুতি নিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষরা। জেলা পুজো উদযাপন পরিষদের নেতারা বলেন, শরীয়তপুর জেলার ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় ১০২টি মন্দিরে এ বছর দুর্গাপুজো হচ্ছে। প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন প্রতিমা শিল্পীরা। এখনও চলছে রঙের কাজ ও মন্দির-প্যান্ডেলে সাজসজ্জার কাজ।

You might also like!