Festival and celebrations

2 months ago

Durga Puja 2024: ভারতের দুর্গা মূর্তিতে লাগল কালি! কেন জানেন?

Durga Puja in India
Durga Puja in India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির কাছে বড় উৎসব দুর্গাপুজো। মা উমার আবাহনে খুশিতে সামিল হয় ভারতবাসি। বাংলাদেশ নয়, এবার সেই ভারতেই দুর্গা মূর্তিতে লাগল কালি, গায়ে উঠল বোরখা। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে  বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের। সেখানকার ইন্দোরে দুর্গা প্রতিমার মুখে কালি লেপে দিয়েছে বজরং দলের কর্মীরা।

ইন্দোরের ওই দুর্গা প্রতিমার সাজসজ্জা নিয়ে আপত্তি বজরং দলের। শাড়ি নয়, প্রতিমার গায়ে চাপানো হয় বোরখা। এতেই ক্ষুব্ধ গেরুয়া সংগঠন বজরং দল। প্রতিমার মুখে কালি লেপে দেয় বজরং দলের সদস্যরা। পাশাপাশি দুর্গা প্রতিমা বিকৃত করার অভিযোগে তারা পুলিশে অভিযোগও দায়ের করেছে।

You might also like!