West Bengal

7 months ago

Weather forecast of Bengal: বঙ্গে ফের বদলাবে আবহাওয়া, রবি ও সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Weather forecast of Bengal (File Picture)
Weather forecast of Bengal (File Picture)

 

কলকাতা, ২ মার্চ: পশ্চিমবঙ্গে ফের আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস, রবিবার এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শীত বিদায় নিয়ে বসন্ত এসে গিয়েছে। আবার বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু। এই দুয়ের সংঘাতে স্থানীয় বজ্রগর্ভ মেঘসঞ্চারের ফলে কোথাও কোথাও বিক্ষিপ্ত বর্ষণ হচ্ছিলই।

এর সঙ্গে যুক্ত হয়েছে ছত্তিশগড়ের উপরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর ও পশ্চিম ভারতে। রবিবার এবং সোমবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। তার আগে শনিবার পরিষ্কার মেঘমুক্ত আকাশে দিনের শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।


You might also like!