West Bengal

3 weeks ago

Tathagata Roy: “দিদিমার রাজত্বে বাংলায় বেকারদের অবস্থা”, দেওয়াল লিখন-সহ তোপ তথাগতের

Tathagata Roy
Tathagata Roy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাদেশিকতার বিরুদ্ধে ফের তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি এক্সবার্তায় লিখেছেন, “গর্ত চ্যাটার্জি প্রমুখ তৃণমূলের বি-টিম, যারা ভারতীয় বাঙালিদের সঙ্গে অন্য ভারতীয়দের ব্যবধান সৃষ্টির জন্য চব্বিশ ঘন্টা ‘গুটকা, গুটকা’ করে হাউ হাউ করে, তাদের জন্য একটি ছবি দিলাম।বাঙালি ছেলেদের ও তাদের অভিভাবকদের প্রতি বাংলা ভাষায় আহবান: দিদিমার রাজত্বে বাংলায় বেকারদের অবস্থা”।


You might also like!