Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

West Bengal

1 year ago

Snowfall in Noth Sikkim:এই মরসুমের প্রথম তুষারপাত উত্তর সিকিমে

Snowfall in Noth Sikkim
Snowfall in Noth Sikkim

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বিশ্ব পর্যটন দিবসেই সিকিমে তুষারপাত। ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয়। বরফাচ্ছন্ন উত্তর সিকিমের লাচেন ছাঙ্গু লেক সহ চোপতা ভ্যালি। অল্প সময়ের মধ্যেই সাদা বরফের চাদরে ঢাকা পড়ে যায় সিকিমের বিস্তীর্ণ এলাকা। এক আশ্চর্য সন্ধিক্ষণের সাক্ষী অনেকেই। শারদোৎসবের প্রাক্কালে অনন্য ও রোমাঞ্চকর অভিজ্ঞতার ছাপ চোখেমুখে সমস্ত পর্যটকদের।

এদিকে, আতঙ্ক পথঘাট বরফে ঢাকা পড়ে গেলে বেড়ানোর আনন্দ শেষে বাড়িতে ফেরা মুশকিল। অন্যদিকে, একটানা বৃষ্টিতে পাহাড়ের নানা সমস্যা তুঙ্গে। ধস নেমেছে পাহাড়ী রাস্তায়। সিকিম নিকটে প্রতিবেশী দার্জিলিং। মিরিকে বাড়ি ভেঙে পড়েছে। কালিম্পংয়ে বিদ্যুৎ এর খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎহীন বহু এলাকা। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। শ্বেতিঝোরা এবং বিরিকদাড়াতে সমস্যা চরমে। তিস্তা নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। লাল সতর্কতা জারি করা হয়েছে। মহানন্দা নদীতে জল স্ফীতি। ফুলবাড়িতে লকগেট খোলা। সতর্কবার্তা জারি করেছে দার্জিলিং জেলা প্রশাসন। দুধিয়া, পানিঘাটা ও সুখিয়াপোখরিতে টানা বর্ষণে একাধিক জায়গায় ধস নেমেছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা সড়কপথেই বিচ্ছিন্ন। বৃষ্টি চলছেই পাহাড় ও সমতলে। এর পরিপ্রেক্ষিতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও প্রস্তুত।

You might also like!