West Bengal

7 months ago

SIBU HAZRA: আট দিনের পুলিশ হেফাজতে শিবু হাজরা

Shibu Hazra in eight days police custody
Shibu Hazra in eight days police custody

 

উত্তর ২৪ পরগনা, ১৮ ফেব্রুয়ারি: শিবু প্রসাদ হাজরাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। আবারো ২৬ ফেব্রুয়ারি তাঁকে তোলা হবে আদালতে। শিবুর বিরুদ্ধে ৩৭৬ ডি গণধর্ষণের মামলা পাশাপাশি ৩০৭ ধারা খুনের চেষ্টা, এই দুটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

উল্লেখ্য, সন্দেশখালি ঘটনার পর আত্মগোপন করেছিলেন শিব প্রসাদ হাজরা,ওরফে শিবু হাজরা। তিনি উত্তর ২৪ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য। এছাড়াও সন্দেশখালী ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন।দীর্ঘ টাল বাহানার পর অবশেষে শনিবার সন্ধ্যায় সন্দেশখালী থানার পুলিশ

ন্যাজাটের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ । রাতেই তাকে নিয়ে আসা হয় বসিরহাট থানায়।রবিবার দুপুর ২ টো নাগাদ তাকে বসিরহাট আদালতে তোলা হবে।এর আগে সন্দেশখালীর ঘটনায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরদার এবং তৃণমূল নেতা উত্তম সর্দার। রবিবার সকাল থেকেই বসিরহাট থানার অন্যরকম চিত্র দেখা যায়। আইনের হিসাবে এখন উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজিরা দুজনেই বসিরহাট থানার পুলিশ লেখাতে রয়েছে। অতিরিক্ত নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বসিরহাট থানার মূল গেট তালা বন্ধ করে রেখেছে। যেখানে অন্য সাধারন মানুষের প্রবেশ সম্পন্ন নিষিদ্ধ করা হয়েছে। রবিবার ছুটির দিন হওয়ায় অনেক অফিস ব্যস্ত মানুষের নানা কাজ ছিল থানায় তারাও সমস্যার মুখে পড়েন থানার গেট বন্ধ দেখে।

You might also like!