West Bengal

6 months ago

West Bengal Politics : বাংলায় সংখ্যালঘুদের ভোট পেতে কোন অস্ত্রে শান গেরুয়া বাহিনীর

PM Modi (File Picture)
PM Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বঙ্গে এসে 'টার্গেট' বাড়িয়েছেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে '৪২-এ ৪২'-এর হুংকার নমোর কণ্ঠে। সূত্রের খবর, বুধ-বিষ্যুদের মধ্যে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির। এদিকে BJP-র প্রথম তালিকায় ২৭ জন তফশিলি জাতি, ১৮ জন তফশিলি উপজাতি এবং ৫৭ জনকে অনগ্রসর শ্রেণির নেতাকে প্রার্থী করা হয়েছে। ১৯৫ জন প্রার্থীর মধ্যে কেরালার একটি আসন থেকে মুসলিম মুখ ড. আবদুল সালামকে। তিনিই এই গোটা তালিকায় একমাত্র মুসলিম প্রার্থী।

এদিকে লোকসভা নির্বাচনের জন্য বঙ্গে এখনও ২৩ আসনে প্রার্থী দেওয়া বাকি BJP-র (আসানসোল আসনে পবন সিংকে নিয়ে অনিশ্চয়তা)। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই তালিকায় কি বঙ্গে কোনও মুসলিম প্রার্থীকে দেখা যাবে? এই নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে বঙ্গ গেরুয়া শিবির।

অন্যদিকে, লোকসভায় সংখ্যালঘু ভোট অন্যতম বড় ফ্যাক্টর হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। বিরোধীদের একাংশের দাবি, সংখ্যালঘুদের জন্য গত দশ বছরে কেন্দ্র সরকার ভাবেননি। লোকসভা নির্বাচনে তাঁরা মোদীকে প্রত্যাখান করবেন বলেও দাবি তুলেছেন মায়াবতী সহ বিরোধীদের একাংশ। যদিও ওয়াকিবহাল মহলের অপর অংশের কথায়, ‘মোদী ম্যাজিক’ এক্ষেত্রে বড় ফ্যাক্টর হবে।

খলিলুর রহমান, আবু তাহের খান, হাজি নুরুল ইসলাম, সাজদা আহমেদ, শাহনাওয়াজ আলি রেহমান, ইউসুফ পাঠান-এর মতো সংখ্যালঘু মুখকে প্রার্থী করে ভোটযুদ্ধে নেমেছে তৃণমূল। পালটা বাংলায় সংখ্যালঘুদের মন পেতে পদ্ম পন্থা ঠিক কী?

এই প্রসঙ্গে BJP-র সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী বলেন, 'কেন্দ্রীয় BJP নেতৃত্বের তরফে দেশের ৬৫টি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভাকে চিহ্নিত করা হয়, যেখানে ‘ডিসাইডিং ফ্যাক্টর’ তাঁরা। এর মধ্যে ১৩টি রয়েছে বাংলাতে। এর মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, জয়নগর, যাদবপুর, মথুরাপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর ও দক্ষিণ, রায়গঞ্জ, বীরভূম সহ আরও এক কেন্দ্র। এই এলাকাগুলির জন্য মূলত দুটি রোড ম্যাপ তৈরি করা হয়েছে।’

তাঁর কথায়, ‘যেখানে সংশ্লিষ্ট একালার প্রভাবশালী ব্যক্তিদের ‘মোদী মিত্র’ তৈরি করার উপর জোর দেওয়া হচ্ছে, যাঁদের কথা সেই এলাকার মানুষ শোনেন বা যিনি মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারেন। এখনও পর্যন্ত এই ১৩টি লোকসভাতে প্রায় ৩২ হাজারের বেশি মোদী মিত্র করা হয়েছে। এছাড়াও ‘অল্প সংখ্যক স্নেহ সংবাদ’ -এর পন্থা নেওয়া হয়েছে। বুথস্তরে ছোট ছোট সভা করা হচ্ছে যেখানে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের লাভার্থী এবং মোদী মিত্রদের নিয়ে বৈঠক করা হচ্ছে।’ প্রসঙ্গত, এখনও বাম, কংগ্রেস, ISF জোট অনিশ্চিত। এই জোটও বঙ্গে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে অন্যতম বড় ফ্যাক্টর হতে পারে বলে মতামত ওয়াকিবহাল মহলের।

You might also like!