West Bengal

8 months ago

BJP News: হুগলিতে লকেট নয়! পোস্টার বিজেপির

Locket Chatterjee (File Picture)
Locket Chatterjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাক লোকসভা নির্বাচনের আবহে রাজনৈতিক দলে কাঁটাছেড়া শুরু করে হয়ে গিয়েছে। কে থাকবে, কে বাদ যাবে, এই হিসেব নানান রাজনৈতিক দলের অন্দরে। হুগলি হল বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ আসন। সেখানে বিদায়ী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে পুনরায় নির্বাচনী লড়াইয়তে চাইছেন না দলেরই একাংশ। এবার হগলির আরেক কেন্দ্র শ্রীরামপুরেও লকেট বিরোধী পোস্টার পড়ল বুধবার। যা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা।

লকেট চট্টোপাধ্যায়কে লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না , এই মর্মে একাধিক জায়গায় পড়ল পোস্টার। সামনেই লোকসভা ভোট। কোমর বেঁধে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূল স্তরে সংগঠন পোক্ত করতে সকলে প্রস্তুতি নিচ্ছে। সেই সঙ্গে স্থানীয় স্তরে শুরু হয়েছে চর্চা কে প্রার্থী হবেন? গত লোকসভা নির্বাচনে ২০১৯ সালে এই রাজ্যে বিজেপির পাঁচ জন মহিলা প্রার্থী লড়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন হুগলিতে লকেট চট্টোপাধ্যায়।

তবে এবার হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা হয়েছে, ‘কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।’ এই কথার নিচে বন্ধনীতে লেখা হয়েছে, ‘দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।’

You might also like!