Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

West Bengal

1 year ago

Murshidabad: কুয়ে নদীর জলে প্লাবিত মুর্শিদাবাদের আঙারপুর গ্রাম, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

Murshidabad's Angarpur village inundated by the water of Kue river
Murshidabad's Angarpur village inundated by the water of Kue river

 

মুর্শিদাবাদ, ১৭ সেপ্টেম্বর : স্লুইস গেট ভেঙে কুয়ে নদীর জলে প্লাবিত হয়ে গেল মুর্শিদাবাদের ভরতপুর থানার অধীনস্থ আঙারপুর গ্রামের একাংশ। জলমগ্ন হয়েছে ওই এলাকার কৃষিজমি থেকে কিছু ঘর-বাড়িও। স্থানীয় বাসিন্দারা জানান, স্লুইস গেট ভেঙে যাওয়ায় সোমবার গভীর রাত থেকে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত, সেচ দফতরের দিকে আঙুল তুলেছে।

পঞ্চায়েতের অভিযোগ, স্লুইস গেট অনেকদিন ধরেই খারাপ ছিল। সেচ দফতরকে তা জানানো হয়েছিল। কিন্তু মাটির বস্তা দিয়ে অস্থায়ীভাবে মেরামতি করেছিল তারা। স্থায়ীভাবে সমস্যার কোনও সমাধান করা হয়নি। যার ফলে সোমবার গভীর রাতে মাটির বস্তা সরে গিয়ে কুয়ে নদীর জল ওই এলাকায় ঢুকে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার চাষীরা।

You might also like!