West Bengal

6 months ago

PM Narendra Modi:বাংলার জন্য বড় আশ্বাস মোদীর, ইডির বাজেয়াপ্ত করা সাড়ে ৩০০০ কোটি টাকা মানুষকে ফেরত দিয়ে দেবে

PM Narendra Modi
PM Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ মিনিটের ওই কথোপকথনে প্রধানমন্ত্রী জানান, ইডির বাজেয়াপ্ত করা অর্থ গরিবদের মধ্য়ে বিতরণের চেষ্টা করবেন।প্রধানমন্ত্রী জানান, তিনি আইনি পরামর্শ নিচ্ছেন যাতে এই টাকা গরিব মানুষকে ফিরিয়ে দেওয়া যায়।

বুধবার সকালে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে বাংলায় দুর্নীতির বিষয়টি উত্থাপন করেন রাজমাতা। স্কুলে ভর্তি থেকে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে কী ধরনের দুর্নীতি হয়েছে তা তুলে ধরেন।

এ কথা শুনেই প্রধানমন্ত্রী বলেন, “অমৃতাজি আমি আপনাকে একটা কথা বলি। আমি আইনি পরামর্শ নিচ্ছি। বাংলায় ইডির লোকেরা প্রায় ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। আর এই টাকা গরিব মানুষের টাকা। কেউ স্কুল শিক্ষক হওয়ার জন্য টাকা দিয়েছেন, কেউ ক্লার্ক হওয়ার জন্য টাকা দিয়েছেন”। প্রধানমন্ত্রীর কথার মধ্যেই রাজমাতা বলেন, হ্যাঁ এ সব আমরা জানি। এখানে তৃণমূলের উপর অনেকেই অখুশি।

প্রধানমন্ত্রী বলেন, “হ্যাঁ তাই আমি যে আইনি পরামর্শ নিচ্ছি... আমার ইচ্ছা হল, নতুন সরকার তৈরি হওয়ার পরই একটা আইনি ব্যবস্থা করতে হবে বা নিয়ম বানাতে হবে, যাতে গরিব মানুষ যে টাকা ঘুষ হিসাবে দিয়েছে, বা তাদের লুঠ করা হয়েছে তা তাদের ফেরত দিয়ে দেব”।

রাজমাতাকে মোদী বলেন, আপনি এটা বাংলায় প্রচার করুন। বলুন ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে তা গরিবের টাকা। এই টাকা ফেরত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কোনও না কোনও রাস্তা বের করবেন।


You might also like!