West Bengal

7 months ago

Bengal Local Train New Looks: পেছনে ফেলবে মেট্রোকেও! বাংলার লোকাল ট্রেনেই সিসি ক্যামেরা, কাঁচের দরজা, গান

Metro will be behind! CCTV cameras, glass doors, music in local trains of Bengal
Metro will be behind! CCTV cameras, glass doors, music in local trains of Bengal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়েকটা বছর আগেও লোকাল ট্রেন মানেই যেন ছিল ঠিক মুড়ির টিন। ভেতরে গাদাগাদি ভিড়। ছোট ছোট জানালা। মেমারি থেকে হাওড়া আসতেই অর্ধেক এনার্জি শেষ। তবে এবার দিন বদলের পালা। একেবারে ঝলমল করছে লোকাল ট্রেন। দেখলে চোখ ফেরাতে পারবেন না। আর চাপলে মনে হবে যেন মেট্রো সফর। এতটাই স্বাচ্ছন্দ্য বাড়ছে লোকাল ট্রেনে।

হাওড়া বর্ধমান মেইন লাইনে একাধিক লোকাল ট্রেনকে একেবারে ঝকঝকে করে তোলা হয়েছে। কামরায় দাঁড়ানোর বা চলাফেরার জন্য় আগের থেকে অনেক বেশি জায়গা। ট্রেনের মধ্য়েই টিভি চলছে। সেখানে বিজ্ঞাপন তো আছেই। মাঝেমধ্য়ে তাতে আবার কার্টুন দেখানো হচ্ছে। চার্লি চ্যাপলিনের শোয়ের কিছু ঝলক দেখানো হচ্ছে।

আগে ট্রেনের দরজা বলতে ছিল লোহার ভারী দরজা। একবার আটকে গেলে আর খুলতে চাইত না। তবে একাধিক লোকাল ট্রেনের সঙ্গে যুক্ত হয়েছে ফ্রেম দেওয়া কাঁচের দরজা। পালকের মতো খুলছে, বন্ধ হচ্ছে। তবে সেটা স্বয়ংক্রিয় নয় মেট্রোর মতো। যাত্রীরা প্রয়োজনে সেটা খুলছেন, বন্ধ করছেন।


You might also like!