West Bengal

6 months ago

Dilip Ghosh: মাফিয়ারাজ, গুন্ডারাজ চলবে না, দুর্গাপুরে প্রচারে বেরিয়ে কড়া হুঁশিয়ারী দিলীপের

Dilip Ghosh (File Picture)
Dilip Ghosh (File Picture)

 

দুর্গাপুর, ২৬ মার্চ: কোনওরকম মাফিয়াবাজ ও গুন্ডারজ চলবে না, মঙ্গলবার দুর্গাপুরে নির্বাচনী প্রচারে বেরিয়ে কড়া হুঁশিয়ারী দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ।

তিনি মঙ্গলবার সকালে নির্বাচনী প্রচারে বেরিয়ে আরও বলেন, মেদিনীপুরে মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করে জিতেছি। সেখানে মাফিয়াদের মাথা তোলার হিম্মত নেই। এখানেও অবৈধ বালি, মাটি পাচার করে মাফিয়ারাজ চলে। সরকারি জমি লুট করে গুন্ডারাজ চলে। আমি জানি কাকে কিভাবে ওষুধ দিতে হয়। মঙ্গলবার সকালে দুর্গাপুরে প্রচারে বেরিয়ে এভাবেই মাফিয়ারাজের বিরুদ্ধে সরব হলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

উল্লেখ্য, গত ২০১৮ সালের ৯ ডিসেম্বর কাঁকসার সরস্বতীগঞ্জে মিটিং সেরে ফেরার পথে দুস্কৃতীদের গুলিতে খুন হয় বিজেপিকর্মী সন্দীপ ঘোষ। ঘটনায় তৎকালীন বিদবিহার পঞ্চেয়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য শেখ সাইফুল, জাহারুল মিদ্য, সুকুমার সাহা, শেখ হিরন সহ ৯ জনের নামে অভিযোগ দায়ের করে বিজেপি। ঘটনায় জাহারুল, সুকুমার সাহা, শেখ হিরন সহ ৩ জনকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। তবে অধরা থেকে যায় শেখ সাইফুল।

আরও একটা লোকসভা নির্বাচন দোরগোড়ায়। তার আগে গতবছরই হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। বিজেপির অভিযোগ, লাগামছাড়া সন্ত্রাস আর রিগিংয়ে মানুষ আতঙ্কে বুথ মুখো হতে পারেনি। সন্ত্রাস করে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে গোটা কাঁকসায় জঙ্গলমহলের মলানদীঘি, বিদবিহার, বনকাটি গোপালপুর এলাকায় সন্ত্রাসের আবহ তৈরী হয়েছে। অভিযোগ, সন্দীপ ঘোষ খুনে অভিযুক্তরা এলাকার ত্রাস সৃষ্টি করে রেখেছে।


You might also like!