দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- হাজার বছর ধরে প্রচলিত একটি শব্দ - 'পিতৃতান্ত্রিক সমাজ'। কিন্তু সত্যিই কি পিতৃতান্ত্রিক সমাজ বলে আধুনিক যুগে কিছু হয়? জমিদারতন্ত্র বিলোপ পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ধীরে ধীরে পিতৃতন্ত্র শব্দ তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে। একটা পরিবারের মূল চালিকা শক্তি কিন্তু নারীশক্তি।
এই নারীশক্তি যেহেতু পরিবারের মূল চালিকা শক্তি, তাই বলাই চলে যে এই নারীশক্তি সমস্ত পুরুষের বুস্টারের কাজ করে। তাই পরোক্ষভাবে নারী শক্তি সমাজ পরিচালনার মূল শক্তি - একথা বলাই যায়। এ বছরের চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি মানুষের কাছে সেই বার্তায় তুলে ধরতে চাইছে।
আর জি কর কাণ্ডের পরে এই মুহূর্তে এটা খুবই প্রাসঙ্গিক বিষয়। নারী শক্তির যথার্থ মূল্যায়ন হয়তো আমাদের মতো দেশে করা হচ্ছে না। কিন্তু নারী শক্তির বিকাশের জন্য সমাজের সর্বস্তরের পুরুষ ও নারী সকলকেই এগিয়ে আসতে হবে। কলকাতার অন্যতম একটি পুজো চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব। তাদের পুজোর চক্ষুদান পর্ব মিট গেছে। এ বছর তাদের পুঁজি ৮৯তম বর্ষে পদার্পন করেছে। মহালয়ার দিনই হয়ে গেল কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মায়ের চক্ষুদান পর্ব ৷ পুজোর ৮৯তম বর্ষে শিল্পী সুব্রত মৃধা। প্রতি বছরের মতো এবছরেও চোরবাগান সর্বজনীনের পুজোয় থাকছে অভিনবত্ব। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবারের পূজোর থিম। ইতিমধ্যে সেই পুজোতে মানুষের ঢল নামতে শুরু করেছে।