West Bengal

6 months ago

Indian Rail: বন্ধ হয়ে যাবে রেলের ওয়েটিং টিকিট? যদিও চিন্তা করার কারণ নেই যাত্রীদের

Indian Rail
Indian Rail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দূরপাল্লার ট্রেনে ওয়েটিং লিস্টে নাম থাকলেই চিন্তা বাড়ে যাত্রীদের। ভাগ্য ভালো থাকলে মিলতে পারে কনফার্ম টিকিট। আর যদি না হয় তাহলে যাত্রা বাতিল করা ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু শোনা যাচ্ছে এবার ধীরে ধীরে ওয়েটিং টিকিট দেওয়া বন্ধ করে দেবে রেল। ওয়েটিং-এ বন্ধ করে শুধুমাত্র কনফার্ম টিকিটই দেবে রেল।

তাহলে যাঁরা কনফার্ম টিকিট কাটতে পারবেন না তাঁদের কী হবে? জানা গিয়েছে, রেল যাত্রীদের চাহিদা মেটাতে ১ লাখ কোট টাকা বিনিয়োগ করবে রেল। এবং সেই টাকা শুধুমাত্র নতুন ট্রেন কিনতেই ব্যবহার করা হবে।

সম্প্রতি একটি টিভি চ্যানেলের বিজ্ঞাপনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পুরনো ট্রেন বাতল করা হবে। পরিবর্তে নতুন রেক কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থা চালু করতে প্রায় ১৫ বছর সময় লাগতে পারে।

You might also like!