West Bengal

7 months ago

Mamata Banerjee : জঙ্গলমহলের মমতার হাতে মাদলের সুর, আর রক্ত নয়, উন্নয়ন জোয়ারের আশ্বাস

mamata banerjee
mamata banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঝাড়গ্রাম থেকে তৈরি হবে বিশ্বমানে তিরন্দাজী অ্যাকাডেমি। এখানে অনুশীলন করেই অলিম্পিকে যোগ দেবেন তিরন্দাজরা। মাদলে সুর তুলে এই ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, আর কোনও রক্ত নয়, এবার উন্নয়ন জোয়ারে ভাসবে জঙ্গলমহল। এদিন অনুষ্ঠান শেষে মঞ্চে আদিবাসীদের সঙ্গে মাদলের তালে পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তার আগে মন্ত্রী ইন্দ্রনীল সেনের গানে মাদল বাজালেন মমতা।

বৃহস্পতিবার ভোরে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় গ্রেফতার করা হয় সন্দেশখালির ত্রাস বলে অভিযুক্ত শেখ শাহজাহানকে। রাজনৈতিক মহলের আগ্রহ ছিল, ঝাড়গ্রামের জনসভায় শাহজাহানের গ্রেফতারি নিয়ে কী বলবেন মমতা ? বরং ঝাড়গ্রামের জনসভায় মমতার গলায় শোনা গেল, উন্নয়নের কথা।

একইসঙ্গে এই জনসভা থেকেও কেন্দ্রকেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। অভিযোগ করলেন, জোর করে আধার কার্ড কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। তবে, লোকসভা ভোটের আগে জঙ্গলমহলে আদিবাসীদের অধিকার রক্ষা যে তাঁর অগ্রাধিকার, তা ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী।


You might also like!