West Bengal

7 months ago

Rekha Sharma: রেখা শর্মাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের! BJP-র মিডিয়া ইনচার্জ মহিলা কমিশনে

Rekha Sharma (File Picture)
Rekha Sharma (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার মুখে সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলার পর ‘রাষ্ট্রপতি শাসন’ এর কথা উঠে এসেছে। এই বিষয় তিনি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন করবেন বলেও জানিয়েছেন। রেখা শর্মাকে আবার সরাসরি আক্রমণ করে বসল তৃণমূল। তাঁদের অভিযোগ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন হওয়ার আগে তিনি বিজেপি দলের সদস্য ছিলেন।

সোমবার তিনজন সদস্যকে সঙ্গে নিয়ে সন্দেশখালি যান রেখা শর্মা। বাড়ি বাড়ি ঘুরে একাধিক মহিলার সঙ্গে কথা বলেন তিনি। এরপরেই সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় তিনি জানান, সন্দেশখালিতে দিনের পর দিন মহিলাদের উপর নির্যাতন হয়েছে। তিনি মোট ১৭টি অভিযোগ পেয়েছেন। এছাড়াও দুই মহিলার কাছ থেকে তিনি ধর্ষণের অভিযোগ পেয়েছেন বলেও জানান। ‘রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনও উপায় নেই’ বলে মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

পালটা তৃণমূল এদিন অভিযোগ তুলেছে, রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন হওয়ার আগে বিজেপি দলের সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূলের এক্স হ্যান্ডেলে লেখা হয়, সন্দেশখালিতে এসে হাস্যকর রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টায় ইন্ধন যোগাচ্ছেন রেখা শর্মা। অতীত ইতিহাস ঘাঁটলেই জানা যাবে, ২০১৫ সাল থেকে রেখা শর্মা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে রয়েছেন। তার আগে তিনি হরিয়ানা বিজেপির জেলা সম্পাদক এবং মিডিয়া ইনচার্জের দায়িত্বে ছিলেন। কাজেই, মণিপুর বা চোপড়ার ঘটনায় নারী সুরক্ষা নিয়ে বিচলিত না হয়ে, তিনি যে সন্দেশখালির ঘটনা নিয়ে সরব হবেন, তাতে আর সন্দেহ কীসের? রেখা শর্মার পুরনো একটি ট্যুইট শেয়ার করে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র লেখেন, ‘বিজেপির শুধু পুরুষরাই নারীবিদ্বেষী জীবন যাপন করেন না, মহিলারাও করেন।’

বিজেপি দলের সদস্য থাকার কারণে ‘পক্ষপাতিত্ব’ দেখিয়ে তিনি এই ধরনের মন্তব্য করছেন বলে মত তৃণমূলের। প্রসঙ্গত, এর আগে সন্দেশখালিতে গিয়েছিলেন এসসি কমিশনের সদস্যরাও। সেখানে তফসিলি উপজাতি, আদিবাসী মহিলাদের নির্যাতন হয়েছে এই অভিযোগের ভিত্তিতেই তাঁরা সন্দেশখালি এলাকায় পরিদর্শনের যান। সন্দেশখালি পরিদর্শনের পর এসসি কমিশনও রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে আর্জি জানিয়েছিলেন।

সন্দেশখালি ইস্যুতে ইতিমধ্যে বেশ বেকায়দায় পড়তে হয়েছে রাজ্যের শাসক দলকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার সঙ্গে জড়িত সকলে গ্রেফতারির ব্যাপারে আশ্বাস দিলেও শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে আওয়াজ চড়িয়েছে বিরোধীরা। এমনকি, সন্দেশখালির অনেক মহিলাদের অভিযোগ নিচ্ছে না পুলিশ বলেও অভিযোগ বিরোধীদের। তবে পালটা, এই ঘটনায় আক্রমণের পথেই হাঁটছে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের পাশাপাশি এবার তাঁদের নিশানা জাতীয় মহিলা কমিশন।

You might also like!