West Bengal

7 months ago

Bardhawan Municipality: গেস্ট হাউস পেতে অসুবিধা দিঘা-পুরীতে! দারুণ উদ্যোগ নিল বর্ধমান পুরসভা

Bardhawan Municipality
Bardhawan Municipality

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ধমান পুরসভা এবার জেলার বাসিন্দাদের ভ্রমণ পরিষেবার কথা মাথায় রেখে এবার গুরুত্বপূর্ণ কিছু পর্যটক স্থানে গেস্ট হাউস ভাড়া নিতে চলেছে। দিঘা হল রাজ্যের অন্যতম একটি পর্যবেক্ষণক্ষেত্র। এর পাশাপাশি, বিভিন্ন জেলা থেকে প্রতিবেশী রাজ্য ওড়িশার পুরীতেও প্রচুর পর্যটক যাতায়াত করেন। সেখানেই এবার গেস্ট হাউসের ব্যবস্থা করছে বর্ধমান পুরসভা। এর পাশাপাশি, বিভিন্ন জেলা থেকে প্রতিবেশী রাজ্য ওড়িশার পুরীতেও প্রচুর পর্যটক যাতায়াত করেন। সেখানেই এবার গেস্ট হাউসের ব্যবস্থা করছে বর্ধমান পুরসভা। 
দিঘা-পুরী রাজ্যবাসীর অন্যতম পছন্দের ডেস্টিনেশন। বর্ধমান জেলা থেকেও প্রচুর পর্যটক দিঘা, পুরীতে বেড়াতে যান। তবে, অনেক ক্ষেত্রেই পর্যটকদের স্বল্প খরচে ভালোমানের হোটেল পেতে সমস্যা হয়। সেই কথা মাথায় রেখে এবার দিঘা, পুরীতে গেস্ট হাউস লিজ নেওয়ার পথে হাঁটছে বর্ধমান পুরসভা। দিঘা, পুরীর পাশাপাশি বেনারসেও গেস্ট হাউস লিজ নেওয়ার প্রক্রিয়া চলছে।
বর্ধমান পুরসভা সূত্রে খবর, দিঘা, পুরী এবং বেনারসের জন্য সেখানে গেস্ট হাউস লিজ নেওয়া হচ্ছে। জেলার বাসিন্দাদের সেখানে ভাড়া নেওয়ার সুবিধা থাকছে। তবে বর্ধমান জেলার বাইরে অন্য জেলার বাসিন্দারাও সেই গেস্ট হাউস ভাড়া নিতে পারেন। সেক্ষেত্রে পুরসভার তরফে প্রাথমিকভাবে ভাবা হয়েছিল, ওই পর্যটন স্থানগুলিতে জমি কিনে গেস্ট হাউস নির্মাণ করা হবে। তবে, সেটা যথেষ্ট খরচ সাপেক্ষে ব্যাপার। সেই কারণে, লিজ নেওয়ার পথে হাঁটছে পুরসভা।
স্বল্প খরচে যাতে জেলার বাসিন্দারা সেখানে ঘর ভাড়া নিতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে। এখনও পর্যন্ত রুম ভাড়া কত হবে সেই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। লিজ নেওয়ার জন্য কয়েকটি সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে পুরসভা। আপাতত, এই প্রক্রিয়া শুরু না হলেও লোকসভা নির্বাচন মিটলেই এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ করা হবে।
পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, হোটেল ভাড়া নিতে গেলে অনেক সময় নানা সমস্যার মুখে পড়তে হয় পর্যটকদের। বিশেষত, পর্যটন মরশুমের সময় ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দেয় হোটেলগুলি। যাতে মোটা টাকা খরচ বহন করতে হয় পর্যটকদের। তবে, পুরসভার গেস্ট হাউসের ক্ষেত্রে সেই অসুবিধা থাকবে না। সারা বছর একই ভাড়া বজায় থাকবে। উল্লেখ্য, আগামী দিনে রাজ্যের অন্যান্য জনপ্রিয় পর্যটন স্থানগুলিতেও গেস্ট হাউস লিজ নেওয়া যায় কিনা, বিশেষত দার্জিলিঙে গেস্ট হাউস লিজ নেওয়ার ব্যাপারে ভবিষৎ পরিকল্পনা রয়েছে পুরসভার। পাশাপাশি, বর্ধমান জেলার নিজস্ব পর্যটন ব্যবস্থার উন্নতিকল্পেও নেওয়া হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা।

You might also like!