West Bengal

7 months ago

Hotly debated: মমতাকে মা দুর্গার সঙ্গে তুলনা, জেলাশাসকের মন্তব্যে তুমুল বিতর্ক

Comparison of Mamata with Maa Durga
Comparison of Mamata with Maa Durga

 

পূর্ব বর্ধমান, ২ মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করেছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায়। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জেলাশাসকের এহেন মন্তব্যে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের বিরোধী দলগুলো। লোকসভা ভোটের মুখে এই নিয়ে রাজনৈতিক তরজায় সরগরম বর্ধমান।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অনুপ্রাণিত করতে মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে তিনি বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মা দুর্গার মতো কার্যক্রম গ্রহণ করতে পারেন তাহলে আপনারা কেন পারবেন না। একটা জ্বলন্ত উদাহরণ আছে আমাদের সামনে। আমি অনুরোধ করব সেই উদাহরণ সামনে রেখে আপনারা এগিয়ে চলুন।”

জেলাশাসক সেই সঙ্গে বলেন, ”শুধু স্বনির্ভর গোষ্ঠী নয়, সংঘ, মহাসংঘ গড়ে আপনারা এগিয়ে চলুন। ইতিমধ্যে কোম্পানিও গঠন হয়েছে। তাতে বহুবিধ কর্মমুখী কর্মকাণ্ড চলছে। আপনাদের মধ্যে সেই শক্তি রয়েছে। আপনারা অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।”

বিধান রায়ের এই মন্তব্য নিয়েই শোরগোল পড়ে যায়। সরব হন বিরোধীরা। এনিয়ে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় শনিবার বলেন, “এই ধরনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে রাজ্য সরকার জেলা প্রশাসনকে দলদাসে পরিণত করেছে। জেলাশাসকের মতো সাংবিধানিক পদে বসে এই ধরনের মন্তব্য করা যায় না। এর থেকেই প্রমাণিত হয় তিনি শাসকদলের হয়ে কাজ করবেন। তিনি নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারবেন না।”

কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। দলের মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় শনিবার বলেন, “প্রশাসনের কর্তাব্যক্তিরা এখন তৃণমূলের কর্মীদের থেকেও বেশি মাত্রায় ক্যাডারে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর তুলনা দেবদেবীর সঙ্গে করছেন। তাতে দেবদেবীদেরও ছোট করা হচ্ছে। আমরা সন্দেশখালি দেখেছি রাজ্য কি ভাবে কাজ করছে।”

র্রসঙ্গত, শুক্রবার বর্ধমানের স্পন্দন কমপ্লেক্সে ‘সৃষ্টিশ্রী’ মেলার উদ্বোধন হয়। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, জেলা পরিষদের সহকারি সভাধিপতি গার্গী নাহা-সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দিতে গিয়ে জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলোর কাজের কথা তুলে ধরেন জেলাশাসক বিধান রায়।


You might also like!