West Bengal

7 months ago

Mamata greet on Language Day: 'বাংলা আমার তৃষ্ণার জল', গৌরবের মাতৃভাষা দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

'Bangla is the water of my thirst', Chief Minister's message on Mother Language Day
'Bangla is the water of my thirst', Chief Minister's message on Mother Language Day

 

কলকাতা, ২১ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমর একুশের অমর শহিদদের প্রতি শ্রদ্ধাও নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ নিজের মনের ভাব ব্যক্ত করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'বাংলা আমার তৃষ্ণার জল'। সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

অমর একুশের অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কার ৩০-তম অধিবেশনে বিশ্বের ১৮৮টি দেশের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গ্রহণ করেন। সমস্ত বাঙালি জাতির কাছে যা ছিল এক গৌরবময় অর্জন।

You might also like!