West Bengal

7 months ago

Bangaon: নির্বাচনের আগে বনগাঁয় মতুয়া মহাসংঘের সভাপতি! তৃণমূলের নজরে মতুয়া ভোট

Bangaon Matua president of Mahasanghe before the election!
Bangaon Matua president of Mahasanghe before the election!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে মতুয়া ভোট অনুকূলে রাখতে নতুন চমক ঘাসফুল শিবিরে। বাংলাদেশের ওড়াকান্দি থেকে বনগাঁয় এলেন গুরুচাঁদ ঠাকুরের নাতির ছোটো বৌমা সীমাদেবী ঠাকুর। বনগাঁর নির্মীয়মাণ নব ওড়াকান্দি মন্দির ঘুরে দেখেন তিনি। ভোট বৈতরণী পার করার জন্য মতুয়া ভোট সব রাজনৈতিক দলের কাছেই বড় হাতিয়ার, আর সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগেই তৃণমূলের এই নতুন ওড়াকান্দি মন্দির ঘিরে ইতিমধ্যেই উৎসাহ উদ্দিপনা মতুয়া সম্প্রদায়ের মধ্যে। মতুয়া ভক্তদের একাংশের মতে, ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বিশেষ রাজনৈতিক দলের প্রভাব খাটাচ্ছেন শান্তনু ঠাকুর সহ মতুয়া ভক্তদের একাংশ। সেই জায়গায় দাঁড়িয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বাংলাদেশের আদি বাসস্থান ওড়াকান্দি নবরূপ বনগাঁয় এই মন্দির নির্মাণ করছেন ভক্তরা। ভক্তদের দানের এক লক্ষ ইট দিয়ে তৈরি হবে এই মন্দির।

এই প্রসঙ্গে বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ জানান, ওড়াকান্দির নিয়মনিষ্ঠা এই মন্দিরেও পালন করা হবে এবং তা ভক্তদের জন্যই উৎসর্গ করা হবে। এদিন বনগায় দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুরের নাতির ছোট বৌমা তথা বাংলাদেশের মতুয়া মহাসংঘের সভাপতি সীমাদেবী ঠাকুর জানান, এই মন্দির ওড়াকান্দির মতোই মতুয়া ভক্তদের কাছে সমান গুরুত্ব পাবে বলেই আশা করছেন তিনি। বিশেষ একটি প্রণামীর বাক্স রাখা থাকবে, যার অর্থ মন্দির উন্নয়নকল্প থেকে শুরু করে ওড়াকান্দি হরিচাঁদ গুরুচাঁদের নানা কাজেও ব্যবহার করা হতে পারে। ওড়াকান্দি থেকে আসা হরিচাঁদ গুরুচাঁদের পরিবারের অন্যতম সদস্য সীমা ঠাকুরকে ঘিরে এখন আনন্দে মেতেছেন এই বঙ্গের মতুয়া ভক্তরা।

You might also like!