West Bengal

7 months ago

East Medinipur: বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বোমা তৈরির মশলা উদ্ধার মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে

A large quantity of illegal baji and bomb-making spices were recovered
A large quantity of illegal baji and bomb-making spices were recovered

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বোমা তৈরির মশলা উদ্ধার করা হল মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই। বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মানিকজোড় গ্রামের ধানজমি থেকে। আনুমানিক ১৭ কেজি বোমার মশলা উদ্ধার করেছে ভূপতিনগর থানার পুলিশ। কয়েক বস্তা বোমা তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়া। এই বাজি, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে গ্রামের ধান জমির মধ্যে থাকা একটি স্যালো থেকে।

এছাড়াও পুলিশ উদ্ধার করেছে বেশ কয়েকটি অগ্নি নির্বাপণ যন্ত্রও। পুলিশ কর্মীদের অনুমান উদ্ধার হওয়া বারুদ থেকে বেশ কয়েকশো বোমা তৈরি হতে পারত। বলে রাখা ভালো, অভিষেক বন্দোপাধ্যায়ের জেলা সফরের আগে ২০২২ সালের ২ ডিসেম্বর রাতে এই ভূপতিনগর থানার নাড়ুয়াবিলায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৩ তৃণমূল কর্মীর। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ঠিক আগে সেই ভূপতিনগর থেকেই বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই জোর চাঞ্চল্য।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরে তমলুকের নিমতৌড়িতে সরকারি জনসভায় সোমবার যোগ দেবেন মমতা। তমলুকের নিমতৌড়িতে ১১৬ বি জাতীয় সড়কের পাশেই নবনির্মিত প্রশাসনিক ভবনের পাঁচিল ঘেরা মাঠেই আয়োজন করা হয়েছে প্রশাসনিক সভার। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে তমলুকের ওই প্রশাসনিক ভবন চত্বর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী তমলুকের এই প্রশাসনিক সভায় যোগ দেবেন দুপুর ১২টা নাগাদ। সর্বত্রই প্রায় বিপুল উন্মাদনা। তবে মুখ্যমন্ত্রীর সভার আগে বোমা তৈরির মশলা এবং অবৈধ বাজি উদ্ধারের ঘটনার নেপথ্যে নাশকতার ছক নেই তো, উঠছে প্রশ্ন।

You might also like!