Video

3 months ago

Sabina Yasmin | এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী

 

এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ অর্থে প্রায় ১ কোটি ৭৫ লক্ষ্য টাকা ব্যয়ে কালিয়াচক ২ ব্লকের অন্তর্গত পঞ্চানন্দপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের লস্করিটোলা সেন্টু শেখের বাড়ি থেকে দামোদরটোলা চৌরাস্তা পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। আজ দুপুরে এই উদ্বোধন কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত হয়েছিলেন কালিয়াচক টু পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল, ব্লক উন্নয়ন আধিকারিক বিপ্রতীম বসাক সহ জনপ্রতিনিধি ও সাধারণ গ্রামবাসীরা। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার কাজের শিলান্যাস করা হলো। দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা অভিযোগ করছিলেন যে এই কাঁচা রাস্তা পাকা করে দেওয়ার এই রাস্তা হওয়ার ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষরা উপকৃত হবেন। তার পাশাপাশি সংযোগস্থল আরও উন্নত হবে। এলাকার বাসিন্দারা বলেন আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমরা তার জন্য মন্ত্রীসহ রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী কে সাধুবাদ জানাই।

You might also like!