Breaking News
 
Mamata Banerjee:TMCP প্রতিষ্ঠাদিবসে স্মৃতিচারণা মমতা: ‘মাথা লক্ষ্য করে গুলি চালানো হত, একজন হাত তুললেই…’ Bengal elections 2025:মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বাম, বিজেপি ও কমিশনকে নিশানা: ‘জীবন থাকাকালীন কারও ভোটাধিকার কেড়ে নিতে দেব না’ Mamata Banerjee:‘দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্কে মমতার তোপ: ‘বাংলার বিরুদ্ধে বদনাম করতে সিনেমায় টাকা দেওয়া হচ্ছে’ TMCP Foundation Day: টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে আর জি কর প্রসঙ্গে তীব্র ভাষায় কেন্দ্রকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের—একহাত নিলেন বিরোধীদের! SSC Exam 2025: অযোগ্যদের তালিকা ৭ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের, এসএসসি নিয়োগে কড়া নজর আদালতের! Bihar On High Alert: নেপাল হয়ে বিহারে জইশ জঙ্গির অনুপ্রবেশ, গোটা রাজ্যে হাই অ্যালার্ট জারি!

 

Tripura

1 year ago

Beti Bachao Beti Padhao Project:বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প উত্তর ত্রিপুরা জেলায় অনলাইন স্মার্ট ক্লাস বিদ্যার্পণ চালু

Beti Bachao Beti Padhao Project Launched Online Smart Class Vidyyarpan in North Tripura District
Beti Bachao Beti Padhao Project Launched Online Smart Class Vidyyarpan in North Tripura District

 

ধর্মনগর : উত্তর ত্রিপুরা জেলায় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে অনলাইন স্মার্ট ক্লাস বিদ্যার্পণ চালু করা হয়েছে। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য এই অনলাইন ক্লাস চালু করা হয়।

জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, নির্ধারিত ক্লাসের বাইরে গিয়ে আলাদাভাবে এই স্মার্ট ক্লাসে ছাত্রীরা যে কোনও বিষয় বুঝে নেওয়ার জন্য বাড়তি সুযোগ পাবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ, জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা আধিকারিক প্রসেনজিৎ দেববর্মা, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা, শিক্ষা দপ্তরের ওএসডি কৃতিসুন্দর দে, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা প্রমুখ।

You might also like!